CIVIL AVIATION HIGH SCHOOL AND COLLEGE . সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ

 


 সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়      এন্ড কলেজ ,কুর্মিটোলা ঢাকা

            সংক্ষিপ্ত পরিচিতি 


সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কুর্মিটোলা, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের পূর্বপার্শ্বে কাওলাস্থ সিএএবি এর আবাসিক এলাকায় সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। নৈসর্গিক পরিবেশে ৩ একর জমির ওপর গড়ে ওঠে এ বিদ্যালয়টি। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ১৯৭৮ সালে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে। এর এক পার্শ্বে রয়েছে সুবৃহৎ জলাশয়। এছাড়াও রয়েছে বিশাল খেলার মাঠ, পার্ক, মসজিদ এসবের মাঝখানে অবস্থিত বিদ্যালয়টি যেন রূপসি বাংলার মানস কন্যা। একদিকে সুন্দর যোগাযোগ ব্যবস্থা অন্যদিকে মনোরম পরিবেশ এটিকে দিয়েছে ব্যাপক পরিচিতি।


বিদ্যালয়ের বর্তমান ৭০ জন শিক্ষক ও কর্মচারি প্রায় ২,৫০০ জন শিক্ষার্থী রয়েছে। ক্রম বর্ধমান শিক্ষার্থীর চাহিদা মেটাতে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন। উদ্যেগ নেয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শ্রেণি (কলেজ শাখা) চালুকরণের।


প্রতিবার PECE, JSC ও SSC পরীক্ষা অনুষ্ঠিত হয় এ বিদ্যালয়ে। শৃঙ্খলা ও পরিবেশগত সৌন্দর্যের কারণে সর্বমহলে প্রতিষ্ঠানটি ব্যাপকভাবে প্রশংসিত। সিএএবি কর্তৃক পরিচালিত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে রয়েছেন দক্ষ, নিষ্ঠাবান ও দূরদর্শী সদস্য।

 তাঁদের পরিচালনায় এবং শিক্ষকদের আন্তরিকতায় এটি সুনামের সাথে এগিয়ে যাচ্ছে উন্নতির পথে। শুধু লেখাপড়া নয় বরং সহশিক্ষা কার্যক্রমেও এর 

অবস্থান উলেখযোগ্য। সকল প্রকার জাতীয় উৎসব, বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলা, বিজ্ঞান মেলা, বই মেলা, দেয়াল পত্রিকা, বার্ষিক স্মরণিকা প্রকাশ সহ নানা কর্মকান্ডে সম্পৃক্ত শিক্ষার্থীদের আনন্দের সাথে চলে পাঠ অনুশীলন। ফলে তাদের বিকাশ ঘটে সামগ্রিকভাবে ।

বর্তমানে সিভিল এভিয়েশন এন্ড কলেজ এর  প্রিন্সিপাল :

উইং কমান্ডার মোঃ মনিরুজ্জামান, পিএসসি অধ্যক্ষ

উইং কমান্ডার মোঃ মনিরুজ্জামান, পিএসসি অধ্যক্ষ






1 Comments

Tall Is About Our Content

Previous Post Next Post