গাজীপুরে পোশাক কারখানায় আগুন

 


গাজীপুরের কোনাবাড়ির জরুন এলাকায় রিপন নীটওয়্যার লিমিটেড নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।


গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে রিপন নীটওয়্যার কারখানার ফেব্রিক্সের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে আগুনের ব্যাপকতায় জয়দেবপুর, কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়‌।

তবে কালো ধোঁয়া বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি। কারখানার শ্রমিকরা বলেন, পাঁচ তলা কারখানার নিচ তলায় ফেব্রিক্সের গুদামে হঠাৎ আগুন লাগে। পরে কারখানায় কর্মরত শ্রমিকরা দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হয়। এ কারখানায় সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করেন বলে জানান তারা।

Post a Comment

Tall Is About Our Content

Previous Post Next Post