আমরা যখন কোনো প্রশ্ন করি তখন কী/কি বলি।কিন্তু লেখার সময় বানান আলাদা হয়ে যায়।
আমরা যখন কোনো প্রশ্ন করি। আর সেই প্রশ্নের উত্তর হ্যাঁ/না বা মাথা নেড়ে উত্তর প্রদান করা যায়।তখন সেক্ষেত্রে বাক্যের শেষে "কি" শব্দটি বসে।
উদাহরণ- ১।তুমি কি লিখতে পারো? উ: হ্যাঁ।
২।তুমি কি সাঁতার কাটতে পারো? উ: হ্যাঁ
অন্যদিকে আমরা যখন এমন কোনো প্রশ্ন করি।যার উত্তর হ্যাঁ/না বা মাথা নেড়ে উত্তর প্রদান করা যায় না।সেক্ষেত্রে বাক্যের শেষে "কী" শব্দটি ব্যবহার করা হয়।
উদাহরণ- ১।তুমি কী খাচ্ছ? উ: মাছ-মাংস।
২.তুমি কী পড়? উ: বাংলা বই।
এবারে আশা করি বুঝতে পেরেছেন।
আমরা যখন কোনো প্রশ্ন করি। আর সেই প্রশ্নের উত্তর হ্যাঁ/না বা মাথা নেড়ে উত্তর প্রদান করা যায়।তখন সেক্ষেত্রে বাক্যের শেষে "কি" শব্দটি বসে।
উদাহরণ- ১।তুমি কি লিখতে পারো? উ: হ্যাঁ।
২।তুমি কি সাঁতার কাটতে পারো? উ: হ্যাঁ
অন্যদিকে আমরা যখন এমন কোনো প্রশ্ন করি।যার উত্তর হ্যাঁ/না বা মাথা নেড়ে উত্তর প্রদান করা যায় না।সেক্ষেত্রে বাক্যের শেষে "কী" শব্দটি ব্যবহার করা হয়।
উদাহরণ- ১।তুমি কী খাচ্ছ? উ: মাছ-মাংস।
২.তুমি কী পড়? উ: বাংলা বই।
এবারে আশা করি বুঝতে পেরেছেন।
Thank you so much for this information
ReplyDelete